তবে ব্যাংকগুলোর অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।
Published : 06 Dec 2024, 12:16 AM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে শতভাগ ঋণ দেওয়ার
বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকগুলোয় আরোপিত অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।
পণ্য আমদানিতে ঋণ বা মার্জিন দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া ব্যাংক ছয়টি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ব্যাংকে এলসি খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এলসি ছাড়া অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।”
অন্যান্য বিধিনিষেধের মধ্যে অন্যতম একটি হল, এসব ব্যাংক নতুন করে কোনও ঋণ বিতরণ করতে পারবে না।
গণ আন্দোলনে ৫ অগাস্ট সরকার পতনের পর ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসেবে পর্ষদ ভেঙে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। পরে তারল্যসহ ঋণ অনিয়মের কারণে সংকটে থাকা এই ছয় ব্যাংকের ঋণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক।
অগাস্টেই কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নরের দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। তিনি এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়া বন্ধ করে দেন। ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রেও বিধিনিষেধে আরোপ করা হয়।
তবে ব্যাংকগুলোকে কৃষি ঋণ, আমানতের বিপরীতে এসএমই ঋণ ও পাঁচ কোটি কা পর্যন্ত প্রণোদনা প্যাকেজ বিতরণের অনুমতি দেওয়া হয়েছিল।