৬ উদ্যোক্তা পেলেন এসএমই পুরস্কার

এবার ৬টি বিভাগে ৬জন সেরা উদ্যোক্তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 04:00 PM
Updated : 6 Dec 2022, 04:00 PM

শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি ও সেরা নারী উদ্যোক্তাসহ ৬টি বিভাগে ৬ জন সেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে দ্বিতীয়বারের মতো তুলে দেওয়া হয়েছে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’। 

মঙ্গলবার আইডিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বছরের বিজয়ীরা হলেন কৃষি খাতে মোহাম্মদ ইমরুল হাসান (অর্গানিক চিকেন), শিক্ষা খাতে আয়মান সাদিক (টেন মিনিট স্কুল), স্বাস্থ্য খাতে মোসাম্মাৎ বিউটি বেগম (ইজি লাইফ ফর বাংলাদেশ), তথ্যপ্রযুক্তি খাতে সুবীর নকরেক (নকরেক আইটি ইনস্টিটিউট), উৎপাদনশিল্প খাতে আল–মামুন ও নাসিমুল হক (মাস্টার র‌্যাকস অ্যান্ড ফার্নিচার) ও সেরা নারী উদ্যোক্তা মাকসুদা খাতুন (শাবাব লেদার)। 

সোমবার ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন সেরা উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০২১ সালেও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।