অগাস্টে মূল্যস্ফীতি বৃদ্ধির নায়ক ডিম-মুরগি: পরিকল্পনা মন্ত্রী

অগাস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2024, 03:45 AM
Updated : 7 Feb 2024, 03:45 AM

অগাস্টে খাদ্য মূল্যস্ফীতির রেকর্ড উল্লম্ফনের দায় মুরগি আর ডিমকে দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মূল্যস্ফীতি অবশ্যই একটু বেড়েছে। এটা আমাদের নজরে আছে। অগাস্টে মূল্যস্ফীতি বাড়ার প্রধান নায়ক ছিল মুরগি ও ডিম।”

অগাস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা ১২ বছরের সর্বোচ্চ। এর মধ্যে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ, যা জুলাই মাসেও ৯ দশমিক ৭৬ শতাংশ ছিল।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “মূল্যস্ফীতি একবার বাড়া শুরু হলে কমতে সময় লাগে। আমরা মূল্যস্ফীতির একটি চক্রে পড়ে গেছি। প্রত্যেক বছর অগাস্ট-সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়ে।”

তিনি বলেন, এবার অতি বৃষ্টির কারণে কৃষকরা ধানচাল বের করতে ভয় পাচ্ছেন, কারণ আর্দ্রতার কারণে পচনের ভয় রয়েছে। সে কারণে জোগানের কিছুটা সমস্যা হচ্ছে। তবে নভেম্বর থেকে মূল্যস্ফীতি কমে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন ফসল ওঠার কারণে ডিসেম্বর-জানুয়ারিতেই মূল্যস্ফীতি সবচেয়ে কম থাকে।

উচ্চ আদালতে কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, এদিন একনেক বৈঠকে প্রধানমন্ত্রী উচ্চ আদালতে কর সংক্রান্ত মামল দ্রুত ফয়সালা করার নির্দেশ দিয়েছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, উচ্চ আদালতে কর সংক্রান্ত যেসব মামলা চলমান রয়েছে, সেসব মামলা দ্রুত ফয়সালা করা দরকার।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)