বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনার গল্পগুলো তুলে ধরার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের ‘বাংলাদেশ বিজনেস সামিট’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই এর এ আয়োজনের উদ্বোধন করবেন। সামিটের ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’এরও উদ্বোধন করবেন তিনি।
যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭টি দেশের ২০০টির বেশি বিনিয়োগকারী প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।
স্বধীনতার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী এ বিজনেস সামিটের আয়োজন করেছে এফবিসিসিআই।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিন গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “পাঁচ বছর আগেও আমাদের অর্থনৈতিক অঞ্চল ছিল না। অবকাঠামো খাতে সুযোগ সৃষ্টি হওয়ায় এখন বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে, যা বিশ্ববাসীকে জানানো প্রয়োজন।"
তৈরি পোশাক খাত ছাড়াও ওষুধ, প্লাস্টিক, ভোগ্য পণ্য, অটোমোবাইল, মোটরসাইকেলসহ ৩০টি খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে সম্মেলনে।
আগামী ৫০ বছর পর বাংলাদেশের অর্থনীতি কোথায় দেখতে চান ব্যবসায়ীরা সে বিষয়ের একটি ধারণামূলক তথ্যচিত্রও সম্মেলনে প্রদর্শন করা হবে।
এতে তিনটি ভাগে ১৭টি প্লেনারি ও ১৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে; যেখানে ওষুধ, বস্ত্র, ট্যুরিজম, টেকসই জ্বালানি, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামোসহ আবাসন খাতের বিনিয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্মেলনে ৩০টি খাতের বড় ব্যবসায়ীদের পণ্য ও সেবা নিয়ে স্টল থাকবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এফবিসিসিআই আশা করছে, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাসহ এবং দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এই সামিট।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলন আয়োজনে এফবিসিসিআইয়ের অংশীদার হিসেবে কাজ করছে।