বিশ্বে ১ থেকে ৭ আগস্ট পালিত হয় ‘বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ’।
Published : 08 Aug 2023, 06:50 PM
বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
গত ১ থেকে ৭ আগস্ট বিশ্বে পালিত হয় ‘বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ’। এসময়ে এসএমসি মিনিকন ক্যাম্পেইন ২০২৩ শীর্ষক প্রচারণা চালায় বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, মা ও শিশু স্বাস্থ্যের ওপর মায়ের দুধের সুফল ও গুরুত্ব জনসাধারণকে জানানোর উদ্দেশে সাত দিনের এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সঠিক জন্মবিরতীকরণ পদ্ধতিগুলো সম্পর্কে আলোকপাত করাও ছিল এটির অন্যতম উদ্দেশ্য।
প্রচারণা উপলক্ষে এসএমসি এক ওয়েবিনারের আয়োজন করে, যেখানে শিশু বিশেষজ্ঞ ডা. সারাবন তহুরা এবং গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. শারমিন আব্বাসি বাচ্চাকে বুকের দুধ পান করানোর পাশাপাশি সঠিক পরিবার পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমসির মিনিকন শুধু প্রজেস্টেরন সমৃদ্ধ জন্মবিরতীকরণ বড়ি, যা ব্রেস্টফিডিং মায়েদের জন্যে বিশেষভাবে তৈরি। মিনিকন মায়ের বুকের দুধের পরিমাণ ও গুনগতমান অক্ষুন্ন রাখে।