আইডিএলসির মানব সম্পদ প্রধান আফরিন হুদা

আইডিএলসির আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় রেকিট বেনকিজারে মানব সম্পদ পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরিন হুদা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 12:44 PM
Updated : 10 August 2022, 12:44 PM

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মানব সম্পদ বিভাগের দায়িত্ব নিচ্ছেন আফরিন হুদা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানায়, প্রধান মানবসম্পদ কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমেরও দেখাশোনা করবেন তিনি।

আইডিএলসির আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় রেকিট বেনকিজারে মানব সম্পদ পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরিন হুদা।

তার আগে রবি আজিয়াটা, ইউনিলিভার, বাংলাদেশ স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক এবং ব্র্যাকে কাজ করেছেন তিনি।

করপোরেট ও উন্নয়ন খাত মিলিয়ে বিশ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ডিগ্রিধারী আফরিন হুদার।

আইডিএলসির ব্যববস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “আফরিন হুদা এ দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। বহুজাতিক ও আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে তার অভিজ্ঞতা কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিবে।”