ডিআইজি গোল্ডকাপ: জয় পেল চট্টগ্রাম জেলা পুলিশ দল

“এ আয়োজনের উদ্দেশ্যে ছিল- তরুণরা যেন খারাপ কাজ আর মাদক থেকে দূরে থাকে,” বলেন ডিআইজি মিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 02:08 PM
Updated : 22 Feb 2024, 02:08 PM

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জেলা পুলিশ দল।

২৬-২২ পয়েন্টের ব্যবধানে তারা হারিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ দলকে। এ আয়োজনে পৃষ্ঠপোষক ছিল কেএসআরএম। 

মঙ্গলবার বিকেএসপি চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ ফাইনাল অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

কেএসআরএম জানিয়েছে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম। 

অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। তিনি খেলাধুলার প্রতি খুবই আন্তরিক ছিলেন। বঙ্গবন্ধুকন্যাও খেলাধুলাকে অন্তরে ধারণ করেন। 

“কাবাডি খেলার মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য তিনি সচেষ্ট আছেন।” 

কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, “কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা হলেও এটি দিন দিন বিলুপ্তের পথে। আমরা চাই, এই ঐতিহ্যবাহী খেলা আবারো তার হারানো অতীত ফিরে পাক।” 

ডিআইজি নুরে আলম মিনা বলেন, “এই আয়োজনের পেছনে জাতীয় খেলা কাবাডিকে পৃষ্ঠপোষকতা করা যেমন আছে, তেমনই আমাদের উদ্দেশ্যে ছিল- তরুণরা যেন খারাপ কাজ আর মাদক থেকে দূরে থাকে।”