প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংক এশিয়ার বিভিন্ন দায়িত্ব সামলেছেন।
Published : 25 Feb 2025, 06:10 PM
সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল লতিফ।
সিটিজেন্স ব্যাংকের সংযোগ কর্মকর্তা মো. সামস হাকিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আবদুল লতিফ ১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। ২৮ বছরের কর্মজীবনে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম কম ডিগ্রি অর্জন করেন তিনি।