পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে কনকর্ডের নতুন প্ল্যান্ট

পঞ্চম এই প্ল্যান্টটি প্রতি ৮ ঘণ্টায় ৭৪ হাজার নির্মাণ সামগ্রী তৈরি করা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2023, 05:39 PM
Updated : 1 Feb 2023, 05:39 PM

পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে পঞ্চম প্ল্যান্ট স্থাপন করেছে কনকর্ড, যা কোম্পানিটির আগের চারটি ইউনিটের চেয়ে অধিক সক্ষমতার।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে নতুন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, পরিচালক নাজিয়া কারিশমা কামাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম এই প্ল্যান্টটি প্রতি ৮ ঘণ্টায় ৭৪ হাজার নির্মাণ সামগ্রী তৈরি করা যাবে। জার্মানির তৈরি জেনিথ জেডএন-৯০০সি নামক নতুন এই মেশিনটির মাধ্যমে কনকর্ডের সক্ষমতা ৩০ শতাংশ বাড়বে।

কনকর্ডের প্রথম ও দ্বিতীয় প্ল্যান্টের প্রতিটিতে প্রতি ৮ ঘণ্টায় ৫৯,৫২০টি করে মোট এক লাখ ১৯ হাজার ৪০টি নির্মাণ সামগ্রী উৎপাদন করে যায়। তৃতীয় প্ল্যান্টে প্রতি ৮ ঘণ্টায় ২৬ হাজার ৮০টি, চতুর্থ প্ল্যান্টে প্রতি ৮ ঘণ্টায় ১২ হাজার নির্মাণ সামগ্রী উৎপাদন করা যায়।

পরিবেশবান্ধব ইট ও এধনের নির্মাণ সামগ্রী উৎপাদনের সঙ্গে গত ২৫ বছর ধরে যুক্ত আছে কনকর্ড। পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধে ১৯৯৮ সালে কনকর্ডই বাংলাদেশে প্রথম গড়ে তোলে পরিবেশবান্ধব ইট, ব্লক, টাইলস নির্মাণের কারখানা।