পাশাপাশি ক্রেতারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার পাবেন বলেও জানিয়েছে কোম্পানিটি।
Published : 21 Jan 2024, 07:39 PM
ছাড় ও অফারের পাশাপাশি বিনামূল্যে পণ্য পৌঁছে দেবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।
‘ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল’ শীর্ষক এ প্রচারণা আগামী বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়েছে, অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে এ ক্যাম্পেইন চালু করা হচ্ছে।
‘ফ্রি ডেলিভারি’ এর পাশাপাশি ক্রেতারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার পাবেন বলেও জানিয়েছে দারাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি পণ্যের বান্ডেল পাওয়া যাবে ৪৯৯ টাকা থেকে; হট ডিলস এ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়; মেগা ডিলস এ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়; ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার। এসব অফারের সাথে থাকছে ফ্রি ডেলিভারি।
দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ক্রেতাদের কাছে সর্বোত্তম মূল্যে সর্বাধিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পেইন।
“আমরা শত শত যানবাহনের একটি বহর তৈরি করেছি, যা কৌশলগতভাবে দেশব্যাপী প্রত্যেক অঞ্চলে অবস্থিত আমদের ফুলফিলমেন্ট পয়েন্ট এবং সর্টিং সেন্টারগুলোকে সংযুক্ত করে। এখান থেকে হাজারো ডেলিভারি হিরো প্যাকেজগুলো সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় সরাসরি পৌঁছে দেবে।”