যমুনা ফ্রিজে ৩৫% পর্যন্ত ছাড়

ফ্লাশসেল ক্যাম্পেইনের আওতায় অনলাইনে কেনাকাটায় মিলবে এই ছাড়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 08:28 AM
Updated : 9 Nov 2023, 08:28 AM

যমুনা রেফ্রিজারেটরে চলছে ‘ফ্লাশসেল অফার’ ক্যাম্পেইন। এর আওতায় অনলাইনে যমুনা ফ্রিজ কিনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা।

এক বিজ্ঞপ্তিতে যমুনা ইলেকট্রনিক্স জানিয়েছে, এই ক্যাম্পেইনে তাদের ৩৩৩ লিটার রেফ্রিজারেটর ২৯ হাজার ৬৮০ টাকা, ৩৪৮ লিটার রেফ্রিজারেটর ৩২ হাজার ৪১০ টাকায়, ৩২৯ লিটার রেফ্রিজারেটর ৩৩ হাজার ১১০ টাকায়, ২৩২ লিটার রেফ্রিজারেটর ২৬ হাজার ৪৬০ টাকায়, ২৭৮ লিটার রেফ্রিজারেটর ২৪ হাজার ৫৭০ টাকায়, ২৬৩ লিটার রেফ্রিজারেটর ২৮ হাজার ২১০ টাকায়, ৩২৮ লিটার রেফ্রিজারেটর ৩৪ হাজার ৪৭৪ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া ১৮০ লিটার ফ্রিজার ২১ হাজার ৫৬০ টাকায়, ২২০ লিটার ফ্রিজার ২৪ হাজার ২৪৫ টাকা এবং ৩০০ লিটার ফ্রিজার ৩০ হাজার ৪৫৬ টাকায় কেনা যাবে।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগের এজিএম এবং ই-কমার্স অপারেশনের প্রধান রুহুল কে সাগর বলেন, “যমুনা ইলেকট্রনিক্স দেশের নিত্যপণ্যের উর্ধ্বগতির এই দুঃসময়ের গুরুত্ব বিবেচনা করে কম দামে সর্বোচ্চ গুণগতমানের রেফ্রিজারেটর কেনার সুযোগ করে দিতে এই বিগ ডিসকাউন্ট অফার ক্যাম্পেইন চালাচ্ছে।

“অনলাইনের মাধ্যমে স্বল্প সময়ে আমাদের দেশীয় পণ্যটি মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।”