ইউসিবি ব্যাংকের নামে আংশিক পরিবর্তন

‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’র পরিবর্তে হবে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2023, 04:40 PM
Updated : 16 Jan 2023, 04:40 PM

‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’র নামে আংশিক পরিবর্তন এনে করা হয়েছে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’।

বেসরকারি ব্যাংকটির নামে এই পরিবর্তনের বিষয়টি সোমবার জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

এক সার্কুলারে বলা হয়েছে, “১৫ জানুয়ারি ২০২৩ মোতাবেক রোববার হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ (ইংরেজিতে ‘UNITED COMMERCIAL BANK PLC’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।”

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯৮৩ সালের ২৭ জুন যাত্রা শুরু করে। ব্যাংকটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ব্যাংটির মোট ২২১টি শাখা রয়েছে। এর কর্মী সংখ্যা ৫ হাজারের বেশি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা, পরিশোধিত মূলধন ১ হাজার ৪০৬ কোটি টাকা।