‘জাতীয়তাবাদী হেল্প সেল’ নামে একটি সংগঠন গত কয়েক বছর করে প্রতি বছর ঈদের সময়ে স্বজনদের উপহার ও আর্থিক সহযোগিতা করে আসছে।
Published : 22 Mar 2024, 05:48 PM
আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করেছে বিএনপি। এর পৃষ্ঠপোষক করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
শুক্রবার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
রিজভী এর প্রধান উপদেষ্টা এবং দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে করা হয়েছে উপদেষ্টা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে এই সেলের আহ্বায়ক ও মোকছেদুল মোমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটিও করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদাত হোসেন।
হত্যার শিকার, নিখোঁজ ও ‘নির্যাতিত’ নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের দেখভালে গত কয়েক বছর ধরে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ নামে একটি সংগঠন কাজ করে আসছে। প্রতি বছর ঈদের সময়ে স্বজনদের উপহার ও আর্থিক সহযোগিতাও দিয়ে আসছে তারা।