“পাঠাও-এর গল্প হলো আমাদের সাথে যুক্ত সকল মানুষ, যারা সেবা গ্রহণ করছে এবং সেইসাথে সেবা প্রদান করার মাধ্যমে জীবনকে এগিয়ে নিচ্ছে এবং জীবনের মানকে উন্নত করছে, তাদের কথা,” বলেন ফাহিম।
Published : 17 Feb 2025, 12:05 PM
একুশে বইমেলায় ‘অগ্রযাত্রার অগ্রদূত’ নামে একটি বই প্রকাশ করার কথা জানিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও।
রোববার বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরেই অগ্রযাত্রার দশম বছরে পদার্পণ করছে পাঠাও। এ সময়ের মধ্যে পাঠাওয়ের সঙ্গে তৈরি হওয়া নানা গল্প স্থান পেয়েছে বইটিতে।
স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত বইটির মোড়ক রোববার উন্মোচন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পাঠাও সিইও ফাহিম আহমেদসহ অন্যরা।
শফিকুল আলম বলেন, “আমাদের যে অভূতপূর্ব অভ্যুত্থানটি হয়েছে, সেখানে কর্পোরেট হাউজ হিসেবে পাঠাও-এর ভূমিকা ছিল অপরিসীম। আমি অগ্রযাত্রার অগ্রদূত বইটি পড়ছিলাম। স্টোরিগুলো খুবই ভালো।
“আমি মনে করি, পাঠাও সামনের বছরগুলোতে পাঠাও-এর সাথে যুক্ত সবার যদি প্রতিদিনের ডায়রি এন্ট্রি নিতে এনকারেজ করেন এবং সংগ্রহ করেন, তাহলে মনে হবে পাঠাও-এর প্রতিদিনের গল্পগুলোই লিপিবদ্ধ হচ্ছে।”
পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও এই বছর দশ বছরে পদার্পণ করছে। আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ ব্যাপী ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছি। পাঠাও-এর গল্প শুধু পাঠাও-এর গল্প বা শুধু সেবার গল্প না।
“পাঠাও-এর গল্প হলো আমাদের সাথে যুক্ত সকল মানুষ, যারা সেবা গ্রহণ করছে এবং সেইসাথে সেবা প্রদান করার মাধ্যমে জীবনকে এগিয়ে নিচ্ছে এবং জীবনের মানকে উন্নত করছে, তাদের কথা।”
স্টুডেন্ট ওয়েজ প্রকাশনীর মেলার ১০ নম্বর স্টল ছাড়াও বইটি পাওয়া যাবে পাঠাও শপ, বুকওর্ম, রকমারি, বাতিঘর, পিবিএসসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে। তাছাড়া দেশজুড়ে বিভিন্ন বইয়ের দোকানেও পাওয়া যাবে বইটি।