মোট ৩০ জন বিজয়ীকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। একজন পেয়েছেন ১৫০০ সিসির গাড়ি।
Published : 15 May 2024, 06:15 PM
ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন গাড়িসহ ৩০ লাখ টাকা পুরস্কার।
বুধবার ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেগা পুরস্কার হিসেবে ১৫০০ সিসির প্রাইভেটকার জিতেছেন কাপাসিয়া শাখার এজেন্ট আউটলেটের এক গ্রাহক।
ক্যাম্পেইন চলাকালে প্রতি ব্যাংকিং দিবসে ডিজিটাল ড্রর মাধ্যমে মোট ৩০ জন বিজয়ীকে এক লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ক্যাম্পেইনটি চলেছে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, গেস্ট অব অনার হিসেবে ছিলেন মাস্টার কার্ডের অ্যাসিস্ট্যান্ট করপোরেট ট্রেজারার ইন্দ্রনীল গাঙ্গুলি।
মুনিরুল মওলা বলেন, “দুই মাস ধরে চলা এ ক্যাম্পেইনের ফলে প্রবাসীদের মাঝে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি উৎসাহ তৈরি হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন।