এবি ব্যাংকের ২% লভ্যাংশ অনুমোদন

নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2023, 05:16 PM
Updated : 9 July 2023, 05:16 PM

বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে বেসরকারি এবি ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ব্যাংকটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫৪৮ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি টাকা, শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ০.৭৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৮.৩৭ টাকায়।

সভায় ফিরোজ আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। আর এস্কান্দার মিয়াকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তির অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২২ গৃহীত হয়।

এছাড়া ব্যাংকের নিরীক্ষক হিসেবে এমএম রহমান অ্যান্ড কোম্পানিকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে ২০২৩ সালের জন্য নিয়োগ দেওয়া হয়।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।