কোম্পানিটির কর্মকর্তারাও একদিনের বেতন স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন।
Published : 07 Sep 2024, 10:09 PM
বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড।
কোম্পানিটির কর্মকর্তারাও একদিনের বেতন স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি আবাসন কোম্পানিটি।
সচিবালয়ে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এর হাতে অনুদানের চেক তুলে দেওয়ার সময় কোম্পানির পরিচালক পরিচালক নাবিল খান, মোহাম্মদ কামরুজ্জামান ও আশরাফ উজ্জামান, মহাব্যবস্থাপক নাফিস খান ও সহকারী মহাব্যবস্থাপক নাভেরা খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করে, এই সংকটময় অবস্থায় জরুরি সহযোগিতা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ এবং দুর্যোগ মোকাবেলার জন্য সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন এবং জাতি গঠনে প্রয়োজনীয় সহায়তা করা। সবাই মিলে দেশের জন্য একটি সুন্দর আগামী গড়তে এমন প্রচেষ্টা প্রয়োজন।