“এর ফলে যারা পণ্য পাঠাবেন তারা সহজেই ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং পণ্যের তথ্য জানতে পারবেন।”
Published : 02 Oct 2024, 04:50 PM
পণ্য আনা নেওয়ার তথ্য জানার সুবিধার্থে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো শাখায় মনিটর বসিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কার্গো পরিবহনের ক্ষেত্রে ‘অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে এবং রপ্তানিকারকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে’ কার্গো রপ্তানি শাখায় মনিটর স্থাপন করেছে।
বিমানের বিভিন্ন ফ্লাইটে পরিবহন করা পণ্যের বুকিং সংক্রান্ত তথ্য কার্গো রপ্তানি শাখায় ওই মনিটরে দেখানো হচ্ছে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রপ্তানি কার্গো এলাকায় মনিটর স্থাপনের ফলে যারা পণ্য পাঠাবেন তারা সহজেই ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং পণ্যের তথ্য জানতে পারবেন। এতে সামগ্রিক কার্যক্রম আরও সহজ হবে।”
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রপ্তানি কার্গো বিষয়ক কল সেন্টার চালু করে বিমান। কল সেন্টারের নম্বর ১৩৬৩৬, এক্সটেনশন-৬ ডায়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিবহন করা কার্গো সংক্রান্ত তথ্য জানা যাবে।
কার্গো বিষয়ক কল সেন্টার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বর্তমান ধারণক্ষমতা ২৫ লাখ ৮০ হাজার টন। থার্ড টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে এই ধারণক্ষমতা হবে ৮০ লাখ টন।