চেক ডিজঅনার: আলেশা মার্টের চেয়ারম্যানকে আদালতে তলব

ছয়টি মোটরসাইকেল কেনার টাকা জমা দিয়ে মোটরসাইকেল বা টাকা কোনটাই না পাওয়ায় দুটি মামলা করেন এক ব্যক্তি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2022, 01:29 PM
Updated : 7 Sept 2022, 01:29 PM

চেক প্রতারণার অভিযোগে দুই মামলায় ই কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে আদালতে তলব করা হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করলে বিচারক এ আদেশ দেন।

মহানগর হাকিম আতাউল্লাহ অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী খাদেমুল ইসলাম।

একটি মামলার আবেদনে বাদী মামুন উল্লেখ করেন ২০২১ সালের ৫ ও ৭ জুন তিনটি মটরসাইকেল কেনার জন্য আলেশা মার্টে অর্ডার দেন।

অর্ডার করা মটরসাইকেল দিতে ব্যর্থ হলে আসামি ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান করপোরেট শাখায় আলেশা মার্টের নামে থাকা চার লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেন বাদীকে।

সেই চেক নগদায়নের জন্য গত ২০ জুন বাদী নিজের ডাচ্-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে তা ডিজঅনার হয়।

এরপর গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিস ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এ মামলা করেন বাদী।

অপর মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২৪ জুন আরও তিনটি মোটরসাইকেল কিনতে আলেশা মার্টে অর্ডার দিয়েও পাননি। পরে এক্ষেত্রেও টাকা ফেরতের চেক ডিজঅনার হয়েছে।