নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে বিল অপশনে গিয়ে চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিল পরিশোধ করা যাবে।
Published : 19 Dec 2024, 06:36 PM
মোবাইল আর্থিক সেবাদান কোম্পানি নগদের মাধ্যমে পানির বিল পরিশোধে চুক্তি নবায়ন করেছে চট্টগ্রাম ওয়াসা।
নগদ এক বিজ্ঞপ্তিতে বলেছে, চুক্তির ফলে ‘আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে’ ডিজিটাল উপায়ে পানির বিল পরিশোধে করতে পারবেন গ্রাহকরা। নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে বিল অপশনে গিয়ে চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিল পরিশোধ করা যাবে।
চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা ২০২০ সাল থেকে নগদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারছেন।
নবায়ন করা চুক্তিতে নগদ লিমিটেডের পক্ষে প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. লাল হোসেন স্বাক্ষর করেন।