গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘গোল্ড’ স্বীকৃতি পেল বেঙ্গল প্লাস্টিক

পরিবেশবান্ধব উদ্যেগের কারণে এই স্বীকৃতি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2022, 01:01 PM
Updated : 9 August 2022, 01:01 PM

পরিবেশবান্ধব কারখানার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের মানদণ্ডে ‘গোল্ড’ স্বীকৃতি পেয়েছে বেঙ্গল প্লাস্টিক লিডিটেড।

প্লাস্টিক প্রস্তুতকারক হিসেবে বাংলাদেশে তারাই প্রথম এই স্বীকৃতি পেল বলে মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এতে বলা হয়, জ্বালানি সাশ্রয়, পুনর্ব্যবহার, সৌর শক্তি, বৃষ্টির পানি সংগ্রহ ও বৃক্ষরোপণের মত পরিবেশবান্ধব উদ্যেগের কারণে তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

টেকসই উন্নয়নে এ অর্জন বাংলাদেশের প্লাস্টিক শিল্পে নতুন ধারার সূচনা করবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এনার্জি সলভ ইন্টারন্যাশনালের সিইও মাহেন্দ্র এস জয়ালাথের কাছ থেকে এ স্বীকৃতিপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবিরসহ (বাবলু) অন্যন্যরা উপস্থিত ছিলেন।