দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এ ফ্যাশন শো।
Published : 09 Feb 2025, 11:21 PM
ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী নকশা ও টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে হয়ে গেল ‘বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’।
শনিবার সন্ধায় রাজধানীর আলোকি কনভেনশন হলে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যেটির পৃষ্টপোষকতা করেছে এপেক্স ফুটওয়্যার, সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্র্যান্ডটি।
এ ফ্যাশন শোতে আসন্ন ঈদকে ঘিরে সাজানো ‘ম্যাভেরিক ব্র্যান্ডের’ পোশাকের ঘোষণা দেয় এপেক্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয়বারের মতো আয়োজিত এ ফ্যাশন শো’তে এপেক্সের পাশাপাশি বিশ্ব রঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিসবাইনিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়।
এছাড়া বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও এতে অংশ নেয়।
ফ্যাশন শো’র পাশাপাশি অনুষ্ঠানে দেশসেরা মডেলদের সম্মাননা জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’র সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্সের শো-স্টপার হিসেবে ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি।
অনুষ্ঠানে আসন্ন ঈদকে ঘিরে এপেক্সের প্রস্তুতি ও নতুন ডিজাইনের জুতা প্রদর্শন করা হয়। পাশাপাশি ম্যাভেরিক ব্র্যান্ডের ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ পোশাকের সংগ্রহগুলো তুলে ধরা হয়।