“বাংলাদেশের মানুষের দুধের পুষ্টির যোগান দিতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন ইয়াশনা চৌধুরী।
Published : 20 Jan 2025, 02:47 PM
দেশের বাজারে তিনটি নতুন পণ্য আনার কথা জানিয়েছে ডেইরি কোম্পানি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ডানো ডিলাইট ও আরলা ডানোর নতুন ফুলক্রিম মিল্ক পাউডার, আরলা ইজি, ডানো রেডি ইউএইচটি দুধ এখন বাজারে মিলছে।
আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াশনা চৌধুরী বলেন, “আধুনিক বাংলাদেশিদের লাইফ স্টাইল এবং প্রয়োজনকে মাথায় রেখে ডানো নতুন নতুন প্রোডাক্ট সল্যুশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
“বাংলাদেশের মানুষের দুধের পুষ্টির যোগান দিতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”