ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
Published : 20 Jan 2025, 02:48 PM
ইসলামী ব্যাংক বাংলাদেশের দুই দিনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ আয়োজনের সমাপন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে অংশগ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক আবদুল জলিল, শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন, এম কামাল উদ্দীন জসীম ও মাকসুদুর রহমান।