কোম্পানিটির প্রধান কার্যালয়ে সম্প্রতি এনামুল হক বিজয় এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।
Published : 20 Mar 2024, 05:05 PM
দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড ‘দ্বীন’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়।
এখন থেকে এ ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমে তাকে পাওয়া যাবে বলে বুধবার কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্প্রতি দ্বীন ডেনিমের প্রধান কার্যালয়ে এনামুল হক বিজয় এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীন কমার্সের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার পারভেজসহ কোম্পানির কর্মকর্তারা।
শাহরিয়ার পারভেজ বলেন, “কিশোর সময় থেকেই ডেনিম ফ্যাশনের ভক্ত এনামুল হক বিজয় এখন দ্বীন ব্র্যান্ডের সঙ্গে পথ চলা শুরু করেছেন।
“তরুণদের মধ্যে এই ফ্যাশনকে তুলে ধরতে তিনি ব্র্যান্ডটির বিভিন্ন বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমে এখন থেকে অংশ নেবেন।”