তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বা তার পরে যারা সিনিয়র অফিসার হিসেবে যোগ দেবেন, তাদের পদোন্নতিতে প্রফেশনাল এক্সামে পাশ করতে হবে।
Published : 16 Jan 2025, 10:07 PM
ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের বাধ্যবাধকতার ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির আগে যারা ব্যাংকে যোগদান করেছেন, তাদের পদোন্নতির জন্য ওই পরীক্ষা বাধ্যতামূলক নয়।
তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বা তার পরে যারা সিনিয়র অফিসার হিসেবে যোগ দেবেন, তাদের পদোন্নতির ক্ষেত্রে এ পরীক্ষায় পাশ করতে হবে। পাশ না করলেও তারা পদোন্নতি পাবেন না।
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সেখানে বলা হয়, ইতোমধ্যে যারা ব্যাংকার হয়েছেন বা প্রফেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের প্রমোশনের ক্ষেত্রে একটা নম্বর যোগ হবে। যেমন কেউ পরীক্ষার প্রথম অংশ শেষ করলে ৫ শতাংশ আর দ্বিতীয় অংশ সম্পন্ন করলে আরও ৫ শতাংশ বা মোট ১০ শতাংশ নম্বর দেওয়া হবে।
“ব্যাংকভেদে প্রমোশন পলিসিতে নম্বর যুক্ত করা থাকবে। যারা ব্যাংকার তারা পাশ করলে এ নম্বরগুলো পাবেন। তবে পাশ না করলেও পদোন্নতিতে কোনো ঝামেলা নেই।”
আবার সিনিয়র অফিসার পদে কেউ ১৫ বছর পার করলে ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষাগুলোর জন্য বরাদ্দ করা পূর্ণ নম্বর পাবেন। অর্থাৎ তাদেরও প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলে চলবে।
কিন্তু ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে গেলে তাকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে।
ব্যাংকারদের মৌলিক ও ব্যবহারিক জ্ঞান এবং পেশাগত উৎকর্ষ অর্জনে ব্যাংকার্স ইনস্টিটিউট থেকে দুই পর্বের প্রফেশনাল পরীক্ষা চলমান রয়েছে।
প্রথম পর্ব বা জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (জেএআইবিবি) পরীক্ষায় ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক জ্ঞান এবং দ্বিতীয় পর্ব বা অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (এআইবিবি) পরীক্ষায় উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়ে থাকে।