অবসর নেওয়ার আগে তিনি নিজ ক্যাডারে ফেরত যাবেন, বলা হয়েছে প্রজ্ঞাপনে।
Published : 28 Aug 2024, 07:39 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব পদমর্যাদার এ পদে দায়িত্ব দিয়ে প্রেষণে নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই নিয়োগ দেওয়া হয়েছে।”
এতে বলা হয়, বর্তমানে এনবিআরের সদস্য (গ্রেড ১) হিসেবে দায়িত্ব পালন করা মইনুল খান অবসর নেওয়ার আগে নিজ ক্যাডারে ফেরত যাবেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের শুল্ক ও আবগারি ক্যাডারভুক্ত কর্মকর্তা মইনুল এনবিআরের মূসক বাস্তবায়ন ও আইটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রায় দুই বছর ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা এ কর্মকর্তাকে পদন্নোতি দিয়ে ২০২২ সালের মে মাসে এনবিআরের সদস্য করা হয়। ২০২০ সালের জুন থেকে তিনি ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আসেন।
ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শুল্ক ও আবগারি ক্যাডারে যোগ দেওয়া মইনুল এর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারি মইনুল সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।