আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর এই মেলা ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
Published : 12 Sep 2024, 07:47 PM
দেশের পর্যটন শিল্পে গতি ফেরাতে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।
পর্যটন শিল্পের সব গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ক্রুজলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের গতিশীলতা দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে।
আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই মেলা ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মেলার আয়োজক পর্যটন বিচিত্রার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছ।
আসন্ন পর্যটন মৌসুম ঘিরে মেলায় থাকবে দেশ ও বিদেশ ভ্রমণে নানা প্যাকেজ অফার। বিটুবি সেশন, ডেসটিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশনসহ নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হবে মেলায়।
মেলায় ১২০টি বুথে দেশ ও বিদেশের পর্যটন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা ও ঢাকায় বিভিন্ন দূতাবাস অংশগ্রহণ করবে।
পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মতি ও সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ‘টুরিস্ট পুলিশ বাংলাদেশ’ মেলায় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার ছুটি রিসোর্ট, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেক্টিভিটি পার্টনার এডিএন টেলিকম, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ।
মেলার সাপোর্টিং অ্যাসোসিয়েশন হিসেবে রয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলসহ সংশ্লিষ্ট অন্যান্য অ্যাসোসিয়েশন।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রর বিপরীতে থাকবে আকর্ষণীয় গিফট ভাউচার।