অনেকেই মনে করছেন, এ রঙিন প্রোফাইল নতুন কোনো ট্রেন্ডের অংশ।
Published : 09 Oct 2023, 06:02 PM
হঠাৎ করেই অনেকের ফেইসবুকের প্রোফাইল ও কভার ফটোগুলো বদলে রঙিন হয়ে উঠেছে; সোমবার সকাল থেকেই নানান রঙের এসব ছবি ছড়িয়ে পড়েছে।
ফেইসবুকে ঢোকার পরপরই চোখে পড়ছে একের পর এক উজ্জ্বল রঙের এসব ছবি। যেগুলোর বেশির ভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ও প্রভাব রাখেন এমন ব্যক্তিদের।
এদিন সকাল থেকেই ভিন্ন রঙের একরঙা এসব ছবি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির নিউজফিড জুড়ে; যা দিনভর দারুণ কৌতূহল তৈরি করেছে অনেকের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব রাখেন এমন ব্যক্তিদের একসঙ্গে এমন ঘটনা দৃষ্টি কেড়েছে দিনভর। তাদের জিজ্ঞাসা কেনইবা হঠাৎ ফেইসবুক ইনফ্লুয়েন্সাররা এ রঙিন প্রোফাইল ফটো ও কভার ফটো দিয়ে সাজিয়েছেন তাদের প্রোফাইল। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, এ রঙিন প্রোফাইল নতুন কোনো ট্রেন্ডের অংশ।
এ রঙিন প্রোফাইলের পেছনের উদ্দেশ্যটা কী? নানা জল্পনা কল্পনার মাঝে আসল ঘটনা জানতে সবাই এখন অপেক্ষা করছেন অধীর আগ্রহে।
ডিসক্লেইমারএটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।