বিজ্ঞাপন বার্তা
ভিন্নধর্মী এ গানে শাফায়াত ডেঙ্গুর বিষয়ে সচেতন করেছেন সবাইকে। গানের কথায় বলেছেন, “আমরাও তো দোষী।”
Published : 24 May 2024, 03:12 PM
ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে এবার এগিয়ে এলেন জনপ্রিয় র্যাপার শাফায়াত।
সম্প্রতি মরটিন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘মরটিন ON মশা GONE’ শিরোনামে একটি র্যাপ গান করেছেন তিনি। মরটিন বাংলাদেশের বিভিন্ন সোশাল হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে গানটি।
ভিন্নধর্মী এ গানে শাফায়াত ডেঙ্গুর বিষয়ে সচেতন করেছেন সবাইকে। নিজেও পরিষ্কার করেছেন ছাদে জমে থাকা পানি।
নিজেদের সচেতনতার অভাবেই যে ডেঙ্গুর বাহক এইডিস মশার বিস্তার ঘটে, সে কথা মনে করিয়ে দিয়ে শাফায়াত গানের মাঝে বলেছেন, “আমরাও তো দোষী”।
কীভাবে দোষী সেটাও বলেছেন, গানের কথায় বলেছেন, “টবের মধ্যে জমাই পানি, আবর্জনায় খানদানি। খাল কাইট্টা কুমির আনি, ডেঙ্গু করি আমদানি!”
র্যাপ গানে ছন্দে ছন্দে তিনি বলেছেন, কীভাবে ডেঙ্গু থেকে নিরাপদ থাকা যায়। আর মশা থেকে বাঁচতে বাসায় মরটিন অন রাখতে বলেছেন।
• বাড়ির আঙিনার ঝোপঝাড় ও অতিরিক্ত পানি জমার জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে। যেখানে স্বচ্ছ পানি জমে থাকতে পারে, যেমন-ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে।
• অপ্রয়োজনীয় পানি কখনও তিন দিনের বেশি জমতে দেওয়া যাবে না। জমা পানিতে এইডিস মশার বংশ বৃদ্ধি দ্রুত হয়।
• বাসার বারান্দা পরিষ্কার রাখতে হবে।
• বাড়ির ছাদের পরিচ্ছন্নতার দিকে বেশি নজর রাখতে হবে। ছাদে অপ্রয়োজনীয় বা পচা জিনিসপত্র থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে।
• আর বাসার মধ্যে সবসময় অন ON রাখতে হবে মরটিন! কারণ, ‘মরটিন ON মশা GONE’
ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।