Published : 16 Nov 2024, 04:08 PM
রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় রাবা খান, বাপকা বেটা, কিটো ভাই, থটস অফ শামস সোশ্যাল মিডিয়ায় “পাব-লিক-এর টয়লেট” বন্ধ করার কথা বলছে। তাদের প্রত্যেককেই বেশ সিরিয়াস মনে হয়েছে। তাছাড়া তারা অসম্ভব বিরক্ত ছিলেন। হঠাৎ তারা “পাব-লিক-এর টয়লেট” বন্ধ করার কথা বলছে কেন? টয়লেট বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষেরা রাস্তাঘাটে যদি টয়লেটে যেতে হয় তাহলে কোথায় যাবে? ঢাকা শহরে নানা জায়গায় কিছু পাবলিক টয়লেট রয়েছে। কিন্তু সেগুলোকে আমরা পাবলিক টয়লেট বলি। তারা সবাই বলছে ‘পাব-লিক-এর টয়লেট ’। দুটো কী একই? নাকি আলাদা? অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তাদের এই পোস্টগুলোতে।
ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।