বৃষ্টি হলেই ’নাজুক’ ফুলবাড়ীয়ার রাজঘাট বাজারের রাস্তা

রাজঘাট বাজার এলাকার রাস্তায় বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়।

মো. আল-আমিনমো. আল-আমিননাগরিক সাংবাদিক
Published : 14 August 2023, 11:09 AM
Updated : 14 August 2023, 11:09 AM

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাটে কমবেশি উন্নয়ন লেগেছে। ব্যতিক্রম শুধু রাজঘাট বাজার এলাকার রাস্তাটি।

স্থানীয়দের যাতায়তের একমাত্র কাঁচা সড়কটি কাদায় মাখামাখি থাকে বর্ষা জুড়ে। রাস্তার পাশে থাকা পানি খালটি  ভরাট করার কারণে  বৃষ্টি হলেই এই পথে পানি জমে যায়। অনেক সময় হাঁটু পর্যন্ত পানি ওঠে। ফলে এই পথ  চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

ব্যবসায়ী রুবেল বলেন,  “এ রাস্তার পাশ দিয়ে পানি যাওয়ার একটি সরকারি খাল ছিল। সামনের দিকে এখনো সেই খাল রয়েছে ।

”এছো হাজীর ভাড়ীর এখানে খালটুকু ভরাট ও রাস্তা সংস্কার না থাকায় এখন  রাস্তার কোনো চিহ্ন নেই। বর্ষার ছয় মাস আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়ে।”

এই পথে চলতে গিয়ে পা পিছলে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে এলাকাবাসী জানায়।

অটো চালক রাসেল মিয়া বলেন,  ”কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কয়েকজনে ধরে এ রাস্তাটুকু পার করতে হয়।”