অতি বৃষ্টিতে প্লাবিত হয়েছে মাছের খামার। ভেসে গেছে মাছ।
Published : 08 Oct 2023, 06:31 PM
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা জুলহাস উদ্দিন। ভাগ্যের চাকা পরিবর্তন করতে স্থানীয় আলাদিনস পার্কের কাছে পুকুরে মাছ চাষ শুরু করেন তিনি।
নিজ নামে ও স্ত্রীকে দিয়ে ব্যাংক লোন নিয়েছিলেন কোটি টাকারও বেশি। মাছ বড় করতে বিভিন্ন কোম্পানি থেকে আনা ফিড খাবারের পাশাপাশি দেশীয় খাবারেও খরচ করেছেন প্রচুর।
১১ একরের পুকুরটি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন জুলহাস উদ্দিন। কিন্তু সেই স্বপ্ন ভেসে গেল টানা ভারি বৃষ্টিতে। অতি বৃষ্টিতে প্লাবিত হয়েছে তার মাছের খামার।ভেসে গেছে মাছ।
এনায়েতপুর ইউনিয়নের জুলহাস উদ্দিন কান্নায় ভেঙ্গে পরে বলেন, ”আমি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে প্রায় ১১ একর জমিতে মাছ চাষ করি।
”এক রাতের বৃষ্টিতে আমার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ ভেসে গেছে। আমি এহন কেমনে কী করমু?”
উপজেলার ভবানীপুর, এনায়েতপুর, সোয়াইতপুর, রাঙ্গামাটিয়াসহ কয়েকটি এলাকায় আমন ধান ক্ষেত ও মাছ চাষের পুকুর প্লাবিত হয়ে সব একাকার হয়ে গেছে।
জুলহাসের মত উপজেলার আরও অনেক মাছের খামার মালিকও দিশেহারা।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।