Published : 26 Feb 2011, 12:42 PM
চতুর্মাত্রিক ব্লগে ব্লগার কবি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। অথচ আশ্চর্যজনক হলো ২৫ ফেব্রুয়ারী ২০১১, ৭:৫৭ অপরাহ্ন -তে প্রকাশিত পোস্টটি এই লেখা পর্যন্ত মাত্র ৪০ বার পঠিত এবং কোন মন্তব্য বিহীন! ব্লগার কবি আন্তর্জাতিক ব্লগ পুরস্কার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রতিযোগিতার আকর্ষণীয় দিকটি হচ্ছে, এতে বাংলা ভাষার ব্লগকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। এজন্যই ব্লগারদের দ্বায়িত্ব বেশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণে।
ব্লগার কবি চমৎকার ভাবে গ্রাফিক্স সহকারে ভোট প্রদানের ধাপগুলো তাঁর পোস্টে উল্লেখ করেছেন। সব শেষে ব্লগার কবি আহ্বান করছেন,
বাংলা ভাষাকে শামিল করুন, বাংলা ব্লগকে শামিল করুন।
ব্লগাররা ভোট দেয়ার নিয়মগুলো জেনে নিতে ব্লগার কবি'র মূল পোস্টটি পড়তে পারেন। পোস্টটির লিংক – আপনার পছন্দের ব্লগকে ভোট করুন