Published : 23 Feb 2011, 03:16 PM
বাংলাদেশের সকল স্যাটেলাইট চ্যানেল কর্তৃপক্ষের প্রতি একটি অনুরোধ হলো যে প্রতি নামাযের ওয়াক্তের সময় চ্যানেল গুলি যেন আযান সম্প্রচার করে। আযানের আগে আলকোরানের একটি আয়াত, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিস, আযানের পর আযানের দোয়া ও একটি দুরুদ শরীফ যেন সম্প্রচার করা হয়। ৯০% মোসলমানের এই দেশে আমরা এটা স্যাটেলাইট চ্যানেল গুলির কাছে আশা করতে পারি।