Published : 06 Jul 2015, 12:17 PM
এই বাংলা মায়ের বাংলা ভাষা,
আমের বোলের মৌ মৌ গন্ধে
ডেকেছিনু মা, হয়তো বার বার হামাগুড়ির উচ্ছ্বলতায়।
ডেকেছিনু মা, আর ওমনি বুকে নিয়ে মা আমার
ঠোঁটে, তুলতুলে গালে, চোখে মুখে
কত যে আদর করেছিল,
বলতে পারবো না! তখন যে সদ্য হামাগুড়ি আর
মুখের বোলের অদম্য চর্চা।
হয়তো কোলে বসে মায়ের হাটুর দোল খেয়ে খেয়ে
চেয়ে চেয়ে শুনছিলাম,
মায়ের ছড়া করার ঢং, আর তখনিতো হাতে খড়ি আমার
বাংলা বোলের সেই সুবর্ণ চর্চা, মা!
এই বাংলা মায়ের বাংলা ভাষা,
আমার জীবন মরন।
=====================
১৪১৭@৭ ফাল্গুন, বসন্তকাল