Published : 19 Aug 2011, 04:39 PM
আবার বন্ধ হয়েছে বিআরটিসির বাস ময়মনসিংহ রোড থেকে। কারন বেহাল রাস্তার অবস্থা। জোর করে যোগাযোগ মন্ত্রী বিআরটিসি বাস চালাতে চেয়েছিলেন। দুঃখ লাগে এদের সাধারন জ্ঞানের বহর দেখে। জরুরী ভিত্তিতে রাস্তা মেরামতের ব্যাবস্থা না করে, গাড়ী চালানো নিয়ে উনি ব্যাস্ত ?? গতকাল এক টিভি অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলছিলেন – রাস্তার এই চরম দুর্দশায় সেনাবাহিনীর সাহায্য নিয়ে রাস্তা মেরামতের কাজ করাতে পারে। কেন এই ভাল উপদেশ যোগাযোগ মন্ত্রী গ্রহন করছেন না ? নাকি তাতে তার মতলব হাসিল হবে না ???????