নারীর অধিকার উপলব্ধির বার্তা

সুমিত বণিক
Published : 8 March 2020, 09:02 PM
Updated : 8 March 2020, 09:02 PM

বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস শুধু নারীর মুজুরি বৈষম্য আর চাকরির অধিকারের দাবির মাঝেই সীমাবদ্ধ নেই আর; এটি নারীর সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার দিবস। নারী দিবসের এ বছরের প্রতিপাদ্য  'নারীর সমঅধিকার বাস্তবায়নে আমি সমতার প্রজন্ম'।

নারীর সমঅধিকার প্রতিষ্ঠা নিয়ে আমাদের মাঝে  কিছু বিভ্রান্তি রয়েছে। সমঅধিকার মানে কাউকে বেশি অধিকার দিয়ে দেওয়া নয়। একজন মানুষে হিসেবে প্রাপ্য পূর্ণ সমঅধিকার ভোগ করার অধিকার রয়েছে নারীর।

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী জন্ম থেকে বৈষম্যের শিকার হয়। আমাদের দায়িত্ব সেই বৈষম্যের অবসান করা। আর এই বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতেই প্রয়োজন সমঅধিকার প্রতিষ্ঠা করা। আগামী প্রজন্মের মাঝে সমঅধিকারের চেতনাকে আরো সুষ্পষ্ট করে ছড়িয়ে দিতে হবে।

নারীর নিরাপদ পথ চলাকে নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বিদ্যমান সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।


সমান অধিকার ও সুযোগ নারীরা পেলে, দেশের সুফল মেলে।


নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে ভাঙ্গুক নীরবতা, জেগে উঠুক মানুষ।

আসুন, সবাই মিলে গড়ি সচেতনা, দূর হোক নারীর প্রতি সকল প্রকার বৈষম্য।