ঢাকায় হয়ে গেল ‘পীরগঞ্জ নাইট’

আমিনুর রহমান হৃদয়
Published : 26 Jan 2020, 11:09 AM
Updated : 26 Jan 2020, 11:09 AM

পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির আয়োজনে রাজধানীতে হয়ে গেল পীরগঞ্জ নাইট-২০২০।

শুক্রবার বিকাল ৫টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী-শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষ।

সেচ ভবন মিলনায়তনে গিয়ে দেখা যায়, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু, আবার কেউ একাই আসছেন সেখানে।

পীরগঞ্জের সন্তান রাশনা শারমীন নিপুণের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির সভাপতি সোহেল রানা। এরপর পীরগঞ্জের উপর নির্মিত স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্টের একটি ডকুমেন্টারি দেখানো হয়। গত কয়েকবছরে পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির নানা কার্যক্রম আলোকচিত্রের মধ্যে দিয়ে  তুলে ধরা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে তখন ওঠেন পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির সদস্যরা। পরিবেশিত হয় সংগঠনটির সঙ্গীত 'আমরা পীরগঞ্জবাসী ঢাকায় থাকি/সবাই মিলে একতা গড়ি/এসো সুখে-দুখে/থাকি আমরা পাশাপাশি'। এরপর পীরগঞ্জের কয়েকজন ক্ষুদে শিল্পী একে একে নৃত্য পরিবেশন করেন। নৃত্য শেষ হতেই 'ঘাতক মোবাইল' শিরোনামে একটি নাটিকা পরিবেশন করা হয়।

অনুষ্ঠান চলাকালে বাইরে চলছিল গুড়গুড়িয়া, নুনাস পিঠা, চটপটি, ফুচকা, গরম পিঁয়াজু, জিলাপি, চা-কফি খাওয়ার পর্ব। কেউ বন্ধুদের নিয়ে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে জমিয়ে গল্প করার ফাঁকে মুখরোচক এইসব খাবারে খাওয়ায় ব্যস্ত ছিলেন।

পীরগঞ্জের 'বৌমাদের' আহ্বান জানানো হলে অনেকেই সাড়া দিয়ে মঞ্চে ওঠেন। পীরগঞ্জের আঞ্চলিক ভাষায় কয়েক লাইন কথা বলার অনুরোধে  কেউ কেউ আঞ্চলিক ভাষাতে কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের নানা দিক তুলে ধরে কথা বলেন পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নোমান কবির।

'বাটপার' শিরোনমে একটি নাটকও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে মোট ২৫টি পুরস্কার দেওয়া হয়।  ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল 'বাবু অ্যান্ড ফ্রেন্ডস' ব্যান্ড দলের পরিবেশনা।