Published : 27 Jun 2011, 11:07 AM
আজ মাননীয় প্রধানমন্ত্রী লেখা ভালোর পসরা ব্লগমাতা বিডিনিউজ২৪.কম এর মতামত ও বিশ্লেষণ বিভাগে ছাপা হয়েছে। মন্তব্য করেছিলাম।
*******
"মাননীয় প্রধানমন্ত্রী
১.লিমনের ঘটনায় জড়িতদের যথার্থ বিচার করুন।
২. কনকো ফিলিপসের সাথে করা চুক্তি ১০০% প্রকাশ করুন। তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি দেশপ্রেমিক ও মনু মোহাম্মদরা টোকাই।
৩. শেয়ারবাজারে কারা ধ্বস নামাইছে তা আপনিও জানেন, দেশবাসীও জানে। দয়া করে তাদের সাজা দিন।
৪. দেশকে হাফ পাকিস্তান বানাবেন না। ধর্মনিরপেক্ষ প্রযুক্তিবান্ধব সংবিধান করুন।
শেয়ারবাজার – গ্যাস চুক্তি – লিমন – সংবিধান এমন কিছু ইস্যুর কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবিতে রাজাকারের গাড়িতে লালসবুজ পতাকা উড়বে!!!
যে চাটার দল বঙ্গবন্ধুর কম্বল দেয়নি, তেমন একদল চাটার দল আপনাকেও ঘিরে আছে।
– জনৈক টোকাই "
*******
ছাপা হয়নি।
কেন ছাপা হয়নি! কেন এই পদলেহন?
অবাধ তথ্যের দুনিয়ায় কেন এই সেন্সর। এইটা স্বাধীন বাংলাদেশ; পাকিস্তান না।
উইকিলিকসের তথ্য বাংলাদেশে প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে বিডিনিউজ২৪.কম । সেই বিডিনিউজ২৪.কম আমার শুধু নয় অনেকের মন্তব্য ছাপায়নি। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ স্বরুপ আমি আর ব্লগ লিখব না।
পাঠক হিসাবে পড়ব। আর ইমোটিকন দিব। সেইটা নিশ্চয় সেন্সরে বাঁধা নেই।
***
যোগাযোগ : ফেসবুক আইডি