Published : 20 Feb 2018, 05:27 PM
প্রজাপতির রঙিন দুই ডানার মোহনীয় এই সাজ যেকোনো মানুষকেই তার দিকে এক নজর তাকাতে বাধ্য করে। সবুজ প্রকৃতিতে ওদের অবাধ ওড়াউড়ি ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই প্রকৃতি হারাচ্ছে তার আপন সৌন্দর্য্য।
বুনো প্রজাপতির এই ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার বাগবিয়ানী ঝর্না এলাকার একটি পাহাড়ি ছড়ার পাশ থেকে।
ছবি- সুজন চন্দ্র মন্ডল, মিরসরাই, চট্টগ্রাম।