Published : 13 Sep 2017, 10:24 AM
বুধবার ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ এর ৫৫ তম জন্মদিন। এদিন কলেজ কর্তৃপক্ষ এই প্রথম জন্মদিন পালন করবে। এদিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঐদিন সকাল ১০ টায় আনন্দ র্যালী, র্যালী মচিম ক্যাম্পাস থেকে শুরু হয়ে চড়পাড়া মোড় ঘুরে আবার ক্যাম্পাসে প্রত্যাবর্তন, যেমন খুশি তেমন সাজি, সন্ধ্যা সাড়ে ছয় টায় ফানুস উড়ানো (৫৫টি ফানুস উড়বে আকাশে), আতশবাজি, কেক কাটা (৫৫ পাউন্ড ওজনের কেক), ব্যান্ড শো, ডিনার, সাউন্ড এন্ড লাইট শো অনুষ্ঠিত হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আনম ফজলুল হক পাঠান জানান, জন্মদিন উপলক্ষে আগামীকাল সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বিএমএ ও ছাত্রলীগ নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান, সাধারণ ছাত্রছাত্রী ও চিকিৎসকদের আবেগকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করার জন্য।
অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আনম ফজলুল হক পাঠান বলেন, এবছরই প্রথমবার আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্মদিন পালন করতে যাচ্ছি। ত্রুটি-বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকল এমএমসিয়ান ভাইবোনদের আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনাদের পদচারণায় মুখরিত হয়ে উঠুক অনুষ্ঠান।