Published : 06 May 2016, 02:43 AM
কালাজ্বর একটি অবহেলিত রোগ এবং জনস্বাস্থ্য সমস্যা । কালাজ্বর (Visceral leishmaniasis) লিশম্যানিয়া ডনোভানি (Lieshmania donovani) নামক এককোষী পরজীবী দ্বারা ঘটিত একটি রোগ। বাংলাদেশে কালাজ্বরের একমাত্র পোষক হলো মানুষ আর কালাজ্বরের একমাত্র বাহক স্ত্রী বেলেমাছির (female sandflies) কামড়ে কালাজ্বরের পরজীবী মানুষের দেহে প্রবেশ করে এবং কালাজ্বর রোগের সৃষ্টি করে। সাধারণত সামাজিকভাবে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এই রোগে বেশি আক্রান্ত হয়।আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার মাধ্যমে সহজেই মৃত্যু ঝুঁকি রোধ করা যায়।
তবে ভয় নেই ! শুধুমাত্র একক মাত্রার একটি লাইপোসোমাল এমফোটেরিসিন-বি (AmBisome) ইনজেক্শন গ্রহণের মাধ্যমে হবে কালাজ্বর থেকে মুক্তি ।।
কালাজ্বরের রোগ নির্ণয় ও সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালে পাওয়া যায়-
কালাজ্বর সনাক্তকরণ :
১। দুই (২) সপ্তাহের বেশী জ্বর
২। কালাজ্বর প্রবণ এলাকায় থাকা বা ভ্রমণের ইতিহাস
৩। প্লীহা বড় হয়ে পেট ফুলে যাওয়া
৪। অন্যান্য: ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা, চামড়া কালো হয়ে যাওয়া
চামড়ার কালাজ্বর (পিকেডিএল) সনাক্তকরণ :
১. এটি সাধারণত কালাজ্বরের চিকিৎসা পরবর্তী অবস্থা।
২. এটি চিকিৎসা পরবর্তী ১ থেকে ১০ বৎসরের মধ্যে সাধারণত দেখা দেয়।
৩. এর ফলে চামড়ায় সাদা ছোপ ছোপ দাগ, ক্ষত, গুটি বা মিশ্র লক্ষণ দেখা দেয়, যা চুলকানিহীন এবং অবশ নয়
কালাজ্বর একটি নিরাময়যোগ্য রোগ। দ্রুত চিকিৎসা পারে কালাজ্বর থেকে মুক্তি দিতে। কাজেই উপরিউক্ত সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।
………………………………..……………………………………………………
নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন এবং কালাজ্বর মুক্ত বাংলাদেশ গড়ুন ।
জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-এর অধীনে বাংলাদেশে কালাজ্বর নির্মূলে কালাজ্বরপ্রবণ এলাকায় বিভিন্ন কর্মসূচী পরিচালিত হচ্ছে, পাশাপাশি কালাজ্বর নির্মূল কর্মসূচী-এর হট লাইন-017877691372 নাম্বারেও কালাজ্বরের চিকিৎসা বা পরামর্শের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
জেনে নিন কালাজ্বরের চিকিৎসা কেন্দ্র সমূহের নাম ও যোগাযোগের নাম্বারসমূহ-
ক্র. নং | চিকিৎসা কেন্দ্র | যোগাযোগের নাম্বার |
ময়মনসিংহ | ||
১ | ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324521 |
২ | ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324529 |
৩ | সূর্য্যকান্ত কালাজ্বর গবেষণা কেন্দ্র | 09165582 |
৪ | মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324527 |
৫ | ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324519 |
৬ | গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324523 |
টাঙ্গাইল | ||
৭ | মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324567 |
৮ | সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324569 |
৯ | কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324565 |
১০ | নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324568 |
১১ | ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324563 |
জামালপুর | ||
১২ | মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324490 |
পাবনা | ||
১৩ | বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324690 |
১৪ | চাটমোহড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324691 |
নোয়াগাঁও | ||
১৫ | মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324672 |
রংপুর | ||
১৬ | পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324714 |
দিনাজপুর | ||
১৭ | ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324640 |
১৮ | পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324645 |
রাজশাহী | ||
১৯ | গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324704 |
২০ | তানোড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324708 |
খুলনা | ||
২১ | তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324601 |
কুষ্টিয়া | ||
২২ | দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324603 |
রাজবাড়ী | ||
২৩ | পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | 01730324550 |