Published : 13 Sep 2015, 08:40 PM
ছবি: মুক্তাগাছায় (ময়মনসিংহ) বাজারে আনা ২০ কেজি ওজনের কাতল মাছ দেখতে মানুষের ভিড়
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা শহরের দরিচারআনি বাজার মহারাজা রোডে আনা ২০ কেজি ওজনের একটি কাতল মাছ দেখতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। আজ রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে আনা হয়। মাছটির বিক্রেতা গাইবান্ধার বাসিন্দা আলামীন (৩২) জানান, যমুনা নদী থেকে মাছটি ধরা হয়। আজ সকালে বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘাট থেকে মাছটি তিনি ক্রয় করে মুক্তাগাছায় আনেন। প্রতিকেজি ৬শ' টাকা হিসাবে বিক্রেতা কাতল মাছটির দাম হাঁকলেও ৫শ' টাকা হিসাবে ক্রেতারা দাম করছেন। ঘটনাস্থলে উপস্থিত জগীর উদ্দিন (৭৫) জানান, এত বড় আকারের কাতল মাছ জীবনে আর দেখিনি ।