Published : 16 Apr 2015, 07:22 PM
ছোট বেলায় যখন নানা বাড়ি যেতাম (সাতক্ষীরা,খুলনা) তখন দেখতাম অযত্ন অবহেলায় নানার বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে বেড়ে ওঠা আনারস গাছে ফলে আছে সুন্দর আনারস, এক আধবার খেয়েও ছিলাম, পাকলে স্বাদ কিন্তু খারাপ নয়, এইতো গত সপ্তাহে বহুদিন পর নানা বাড়ীতে গিয়েছিলাম , নানা এখন আর বেঁচে নেই কিন্তু পৈত্রিক সূত্রে পাওয়া মামাদের সেই জমিতে এখনও সেই গাছের ছড়াছড়ি, এমনকি প্রায় প্রতিটা গাছেই ফলে আছে সুন্দর আনারস।