Published : 10 Apr 2015, 11:44 AM
শিশু নিউমোকক্কল নিমোনিয়া প্রতিরোধ ও পোলিও মুক্ত অবস্থা বজায় রাখা জন্য নিয়মিত টিকাদান কর্মসূচী পিসিভি ও আইপিভি টিকা ব্যবহার সরকারী সিদ্ধান্তে বাস্তবায়ন লক্ষ্যে আজ বুধবার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগ এডভোকেসি সভা আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম অনুষ্ঠান সভাপতিত্ব করেন টিএইচও ডাঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম। অনুষ্ঠান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক , বিভিন্ন পেশাজীবি ব্যক্তি অংশ নেন।
বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাব সভাপতি আঃ কাদের, প.প. কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, পৌর প্যানেল মেয়র রীনা পাল, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার তাহমিনা আক্তার, সাংবাদিক শামসুদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান, মনিরুজ্জামান মনির, জামাল উদ্দিন বাদশা, মোয়াজ্জেম হোসেন তালুকদার, আমিনুল ইসলাম রিপন, ওয়ার্ল্ড ভিশন টেকনিক্যাল অফিসার আরিফুল ইসলাম, পৌর সভার ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ।