অভিযানে পাচারকারীরা ধরা পড়েনি।
Published : 09 Feb 2024, 07:27 PM
মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধের মধ্যে ওই সীমান্ত এলাকা থেকে তিন লাখ ইয়াবা উদ্ধারের খবর দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার সকালে টেকনাফের জিন্নাহখাল এলাকা থেকে চালানটি জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে-এমন তথ্য আসে তাদের কাছে। এরপর টেকনাফ ব্যাটালিয়ন ও সাবরাং বিওপির দুটি দল টহল দিতে থাকে।
একটি দল বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়; অপর দলটি নাফ নদীতে টহল দিতে থাকে। একপর্যায়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকায় চার ব্যক্তি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।
ওই ব্যক্তিরা জিন্নাহখাল এলাকায় নাফ নদীর কিনারায় নৌকা থেকে বস্তা নামাচ্ছিলেন। এরইমধ্যে বিজিবির টহলদল ‘চ্যালেঞ্জ’ করলে তারা দ্রুত নৌকা নিয়ে মিয়ানমারে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এরপর বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিকের দুটি বস্তার ভেতর থেকে তিন লাখ ইয়াবা পায়।