আগুনে চারটি খুপরি ঘর পুড়েছে। তবে কেউ হতাহত হননি।
Published : 10 Feb 2023, 08:51 PM
মিরপুরে ভাষানটেক নির্জন স্কুলের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
ভাষানটেক থানার ওসি জানে আলম মুনশী বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। আগুনে চারটি খুপরি ঘর পুড়েছে। তবে কেউ হতাহত হননি।”