প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
Published : 11 Nov 2023, 01:16 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জ্যেষ্ঠ সহকারী সচিব এবং সমপর্যায়ের পদে কর্মরত ২৪০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার তাদের পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। উপসচিব পদে তাদের যোগদানপত্র ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
আর বিভিন্ন দূতাবাসে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত নয়জন কর্মকর্তাকে উপসচিব পদে যোগ দিয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
জনপ্রশাসনে উপসচিবের ১ হাজার ৭৫০টি পদ রয়েছে। নতুন করে পদোন্নতি পাওয়াদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ জন। গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।
‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হয়।
এছাড়া উপ-সচিব পদে পদোন্নতি পেতে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পাঁচ বছর চাকরিসহ কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়।