গত ১৫ জুলাই মেডিকেল চেক-আপের জন্য সম্রাট কলকাতায় যান; চিকিৎসা শেষে ২৪ জুলাই দেশে ফিরেছেন।
Published : 02 Aug 2023, 03:28 PM
অবৈধ সম্পদের মামলার আসমি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের ভারত থেকে ফিরে আসার কথা আদালতকে জানানো হয়েছে।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চকে এ তথ্য জানান তার আইনজীবী।
সম্রাটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী; সঙ্গে ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
শফিকুল ইসলাম রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ জুলাই মেডিকেল চেক-আপের জন্য সম্রাট কলকাতায় যান; চিকিৎসা শেষে গত ২৪ জুলাই তিনি দেশে ফিরে এসেছেন। অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছেন।
সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাই কোর্টে আবেদন করেছিল দুদক। কিন্তু তার আগেই তিনি ভারতে চলে গিয়েছিলেন। সে কারণে দুদকের আবেদন অকার্যকর হয়ে যায়।
সম্রাট নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে জজ আদালতে আবেদন করেছিলেন তিনি। সেই সঙ্গে পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার অনুমতি চেয়েছিলেন।
শুনানি শেষে আদালত সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার আদেশ দেয়। তবে শর্ত ছিল, পাসপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসার জন্য সম্রাট এক মাস বিদেশে অবস্থান করতে পারবেন। আর পাসপোর্ট সর্বোচ্চ দুই মাস নিজের জিম্মায় রাখতে পারবেন। পরে তাকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
অ্যাডভোকেট রিপন জানান, ইতোমধ্যে সম্রাট তার পাসপোর্ট আদালতে জমা দিয়েছেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপন করেন।
এরপর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। সেদিন বিকালে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
প্রায় পাঁচ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঢাকার রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়।
এরপর ওই বছরের (২০১৯) ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন এবং তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
পরে ২০২২ সালের ১০ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর তার মুক্তি মেলে।
আরও পড়ুন: